দেশের রিজার্ভ বেড়ে ৩০.৫৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করলে রিজার্ভের পরিমাণ কিছুটা কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যে মোট রিজার্ভ ৩০.৫৮ বিলিয়ন ডলার হলেও, আইএমএফ-এর বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী এতে কিছু দায়বদ্ধ রিজার্ভ বা ব্যবহার অনুপোযোগী অংশ বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ হিসাব করা হয়। ফলে দেখা যায়, প্রকৃত রিজার্ভ কিছুটা কম ২৫.৬৭ বিলিয়ন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল পরিশোধ করেছিল বাংলাদেশ ব্যাংক। বিল পরিশোধের কারণে রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ এবং বৈদেশিক ঋণ সহায়তা কিছুটা বাড়ায় রিজার্ভ আবারও বাড়তে শুরু করেছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, রিজার্ভে এমন ওঠানামা সাময়িকভাবে স্বাভাবিক হলেও দীর্ঘমেয়াদে রপ্তানি আয় ও রেমিট্যান্স বৃদ্ধির ওপরই নির্ভর করবে রিজার্ভের স্থিতি। পাশাপাশি, আমদানি খরচ ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপে রিজার্ভ ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।