পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে ফুয়েল সরবরাহ শুরু

দেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম।

উদ্বোধনের আগে গত ১০ ও ১১ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে নতুন পাইপলাইনের মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার জেট ফুয়েল বিমানবন্দরে সরবরাহ করা হয়।

এর আগে শাহ আমানত বিমানবন্দরে প্রতিদিন ১৫ থেকে ২০টি ট্রিপে ট্রাকে করে জেট ফুয়েল সরবরাহ করা হতো, যার জন্য সময় লাগত সর্বোচ্চ ২৪ ঘণ্টা। এখন থেকে আধুনিক এই পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে মাত্র ৯০ মিনিটেই একই পরিমাণ জ্বালানি সরবরাহ সম্ভব হবে। এতে সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি নিরাপত্তা ও জ্বালানির গুণগত মান বজায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পেট্রোবাংলার সহযোগিতায় পরিচালিত ফুয়েল সরবরাহ সংস্থা পিএলসি।