ক্রিপ্টোকারেন্সির বাজারে বিটকয়েনের দামে রেকর্ড

ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজারে দাম বেড়ে একেকটি বিটকয়েনের দাম ছাড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার। দাম বাড়ছে ইথার, বাইন্যান্স, সোলানারও। ক্রিপ্টোবাজার চাঙা হওয়ার কারণ হিসেবে সম্প্রতি মার্কিন অর্থনীতির অস্থিরতাকে সামনে আনছেন বাজার বিশ্লেষকরা।

দাম বৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারায় ক্রিপ্টোকারেন্সির বিশ্ববাজারে রেকর্ড গড়েছে বিটকয়েন। সোমবার (৬ অক্টোবর) প্রথমবারের মতো একেকটি মুদ্রার দাম ছাড়ায় ১ লাখ ২৫ হাজার ডলার। তবে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে তা বেচাকেনা হয় ১ লাখ ২৪ হাজার ৩৮৯ ডলারে। 

বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকনোমিকসের তথ্য বলছে, এক বছরে মুদ্রাটির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বিটকয়েনের বিনিয়োগকারীদের ঝুঁকে পড়ার কারণ হিসেবে মার্কিন অর্থনীতির অস্থিরতাকে সামনে আনছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।

দাম বাড়ছে আরেক জনপ্রিয় ক্রিপ্টোমুদ্রা ইথারেরও। বর্তমানে একেকটি ইথার বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৯৩ ডলারে। এক বছরে এই মুদ্রার দাম বেড়েছে ৯২ শতাংশের বেশি। বছর ব্যবধানে ১১২ শতাংশের বেশি বেড়েছে ক্রিপোকারেন্সি বাইন্যান্সের দাম। বর্তমানে একেকটি বিক্রি হচ্ছে ১ হাজার ২২৬ ডলারে।
 
সোলানার দামও ঊর্ধ্বমুখী। বছর ব্যবধানে ৬২ শতাংশের বেশি বেড়ে বর্তমানে প্রতিটি সোলানা বিক্রি হচ্ছে ২৩৩ ডলারে।