কয়েক দফ বাড়ার পর দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সোনার দাম নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় এই সমন্বয় আনা হয়েছে।
নতুন দামে—
২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,৮,৯৯৬ টাকা
২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯৯,৫০১ টাকা
১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭০,৯৯৪ টাকা
সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,৪২,২০৯ টাকা
সোনার দামের সঙ্গে কমানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৫ হাজার ৪৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৫৯ টাকায়।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে কিছুটা পার্থক্য হতে পারে।