বিশ্ববাজারে সোনার দামে পতন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংকট নিরসনের আভাসে মঙ্গলবার (২৮ অক্টোবর) সোনার দাম প্রায় ২ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনের শুরুতে স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ১ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৯২৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে, গত ৬ অক্টোবরের পর সর্বনিম্ন দর।
একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ২ শতাংশ কমে ৩ হাজার ৯৪০ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে।
এরআগে সোমবার (২০ অক্টোবর) সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৬০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে একদিন পর থেকেই স্বর্ণের দাম কমতে থাকে।
গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, সব মিলিয়ে গত এক সপ্তাহে সোনার দাম ৮ শতাংশের বেশি কমেছে। ২০১৩ সালের পর আর কোনো সপ্তাহে সোনার দাম এতটা কমেনি। ফলে দেখা যাচ্ছে, চলতি বছর যেভাবে সোনার দামের ঊর্ধ্বগতি শুরু হয়েছিল, বছরের শেষভাগে এসে সেই ধারায় ছেদ পড়েছে।
এ পতনের আগে চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। মূলত ভূরাজনৈতিক উত্তেজনা, ফেডারেল রিজার্ভের নীতি সুদহার কমানোর সম্ভাবনা ও মার্কিন ডলারের পতনের পরিপ্রেক্ষিতে বিনিয়োগের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সোনার কদর বেড়ে যায়।
এছাড়াও সম্প্রতি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি শেয়ার ও বন্ডবাজারে বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার আগ্রহ বাড়ছে। ফলে এ বছরের শুরুতে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার প্রতি যে প্রবল আকর্ষণ তৈরি হয়েছিল, এখন তাতে স্পষ্ট ভাটা পড়ছে। ফলে বিশ্ববাজারে সোনার চাহিদা কমেছে।
এদিকে সোনার সঙ্গে রুপার দামেও ব্যাপক পতন হয়েছে। মঙ্গলবার ০ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স স্পট সিলভার ৪৬ দশমিক ৪৭ ডলারে বিক্রি হচ্ছে, যা এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ জাচার ৫৬৫ দশমিক ২০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৮ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে, যা তিন সপ্তাহেরও বেশি সময়ের সর্বনিম্ন।
অন্যদিকে বিশ্ব বাজারে পতনের জেরে সোমবার (২৭ অক্টোবর) ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হয়।
সূত্র: রয়টার্স