দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩২ হাজার ১৪৯.৩৯ মিলিয়ন বা ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়। দুই দিনের ব্যবধানে রিজার্ভ ২৮ দশমিক ৬১ মিলিয়ন ডলার কমেছে।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার (২৯ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ১৪৯ দশমিক ৩৯ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭ হাজার ৩৪৭ দশমিক ৯৭ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, সোমবার (২৭ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ১৭৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭ হাজার ৩৭৬ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।