দার্জিলিংয়ে নভেম্বরেই হচ্ছে তুষারপাত

মৌসুমের প্রথম তুষারপাত হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে। শীতের সাজে সেজে উঠেছে পাহাড়ের প্রকৃতি। সাধারণত ডিসেম্বরের আগে দার্জিলিংয়ে কোথাও বরফের দেখা মিলে না। এই সময়ে যারা পাহাড়ে ঘুরতে যান, তারা বরফের আশা খুব একটা করেনও না। ফলে বৃহস্পতিবার দার্জিলিংয়ের সান্দাকফু পর্যটকদের কাছে অপ্রত্যাশিত আনন্দ বয়ে এনেছে।

অক্টোবর মাসের শেষের দিকেই সিকিমে তুষারপাত হয়েছে। কিন্তু দার্জিলিংয়ে ডিসেম্বরের আগে বরফ আশা করেননি সেখানকার বাসিন্দারাও। গত বছর দার্জিলিংয়ে মৌসুমের প্রথম তুষারপাত হয়েছিল ৭ ডিসেম্বর। এ বার ২১ নভেম্বরেই তুষারে মুখ ঢাকল সান্দাকফু। সেখানকার পর্যটকেরা বৃহস্পতিবার দুপুরে বরফের সৌন্দর্য উপভোগ করেছেন। তুষারপাত চলাকালীন রাস্তায় বেরিয়ে বরফের উপরেই হাঁটাচলা করতে দেখা গিয়েছে তাদের।

মৌসুমের এত আগে প্রথম তুষারপাত হওয়ায় আগামী দিনগুলির জন্য আশায় বুক বেঁধেছেন পর্যটন ব্যবসায়ীরা। শীত আরও জাঁকিয়ে বসলে আরও বেশি তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে সান্দাকফুতে, মনে করছেন অনেকে। ফলে তারা ডিসেম্বরের শীতের দিকে তাকিয়ে আছেন। নভেম্বর থেকেই সান্দাকফুতে পর্যটকদের ভিড় বাড়তে পারে। দার্জিলিংয়ে তুষারপাতের কথা শুনে আরও বেশি করে পর্যটকেরা সেখানে যাবেন বলে মনে করা হচ্ছে।

দার্জিলিংয়ে তুষারপাত হলেও সমতলে এখনো সে ভাবে শীতের দেখা মিলেনি। হালকা ঠাণ্ডার আমেজ অনুভূত হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। 

দার্জিলিংয়ে গত সপ্তাহ থেকেই তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। এ বার সান্দাকফুতে তুষারপাত হল। যদিও দার্জিলিংয়ের অন্যত্র এখনো তুষারপাত হয়নি।