এবার কলকাতায়ও বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ 

ভারতের রাজধানী নয়াদিল্লির পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনেও বিক্ষোভ ও নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টার ঘটনা ঘটেছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবক নিহতের অভিযোগ তুলে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও সংবাদ সংস্থা পিটিআই এর জানা গেছে, মঙ্গলবার দুপুরে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হন। তারা সেখানে দেওয়া পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালান।

বিক্ষোভকারীদের হাতে গেরুয়া রঙের পতাকা দেখা গেছে এবং তারা উত্তেজিত অবস্থায় স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা পুলিশ সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হয়। যদিও বিক্ষোভের ডাক দেওয়া নির্দিষ্ট কোনো সংগঠনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে গতকাল সোমবার (২২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছিল।

এর আগে, আজ মঙ্গলবার সকালের দিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন’ এবং ‘ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে’ বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এর আগে ২০ ও ২১ ডিসেম্বর রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের গেটে বিক্ষোভ করে একদল লোক।