খালেদা জিয়ার মৃত্যু: যা বলছে ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। এনডিটিভি, দ্য হিন্দু এবং টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যম তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও জাতীয় পর্যায়ে তার অবদানের কথা তুলে ধরেছে।

এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া (৮০) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রতিবেদনে তাঁর রাজনৈতিক মাইলফলকগুলো উল্লেখ করে বলা হয়, ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর তিনি বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা ও অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। এছাড়াও তাঁর আমলে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ও বিনামূল্যে করা এবং বিদেশি বিনিয়োগের পথ সুগম করার বিষয়টিকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, খালেদা জিয়ার জন্ম হয়েছিল ১৯৪৫ সালে ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয় নেত্রী খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর মারা গেছেন বলে তাঁর দল বিএনপি নিশ্চিত করেছে। 

অন্যদিকে, দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত কয়েক মাস ধরে সংকটাপন্ন অবস্থায় থাকার পর মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে মারা যান এই জননেত্রী।

ভারতের প্রায় সব প্রধান সংবাদমাধ্যমই খালেদা জিয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও আধুনিক শাসনব্যবস্থা প্রবর্তনের অন্যতম কারিগর হিসেবে চিত্রায়িত করেছে।