স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতিসম্পন্ন ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। গত এক দশকের মধ্যে এটি স্পেনের সবচেয়ে বড় রেল দুর্ঘটনা বলে উল্লেখ করেছে দেশটির সিভিল গার্ড।
বিবিসি ও রয়টার্স জানায়, সোমবার সন্ধ্যায় কর্দোবা শহরের কাছে আদামুজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাদ্রিদগামী একটি ট্রেন আচমকা লাইনচ্যুত হয়ে বিপরীত পাশের ট্র্যাকে ঢুকে পড়লে অন্য দিক থেকে আসা একটি ট্রেনের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
স্পেনের রেল নেটওয়ার্ক অপারেটর ‘আদিফ’ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুটি ট্রেনে মোট প্রায় ৪০০ যাত্রী ছিলেন। উদ্ধারকারীরা এ পর্যন্ত ১২২ জনকে চিকিৎসা দিয়েছেন। বর্তমানে ৪৮ জন হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে ৫টি শিশু রয়েছে। এছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১১ জন প্রাপ্তবয়স্ক ও ১টি শিশু।
দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এই ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, আধুনিক সিগন্যাল ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে অন্তত এক মাস সময় লাগতে পারে।
দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ভয়াবহ এই ট্রাজেডিতে গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং রাজা ফেলিপে ষষ্ঠ। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্দোবা ফায়ার সার্ভিস।