শিকার করতে এসে আসগর আলী বুঝতেই পারেননি পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চলে এসেছেন! যা হবার তাই হলো—আসগরকে আটক করে ভারতের নিরাপত্তা বাহিনী। এরপর নির্যাতন, একের পর এক মামলা। তাতেই ভারতের জেলে কাটে তার দীর্ঘ ২৫ বছর।
দুই যুগ বন্দি থাকার পর আসগরকে নির্দোষ বলে মুক্তি দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এরপরই তিনি পাকিস্তানে ফিরে আসেন। দ্য নিউজের বরাতে জিও টিভি জানিয়েছে, এই সময়ে তার উপর দুটি মামলায় সাজা দেওয়া হয়েছিল। মূলত তিনি ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়েন।
দেশে ফেরার পর নিজ এলাকায় স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ ও আবেগঘন সংবর্ধনা জানান। পাকিস্তানের সাদিকাবাদে থাকেন আসগর। ২০০০ সালে শিকার করার সময় ভুল করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। তখনই তাকে ভারতীয় বাহিনী আটক করে এবং পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।
একটি ভারতীয় আদালত তাকে ২০১০ সাল পর্যন্ত কারাদণ্ড দেয়। তবে সাজা শেষ হওয়ার ঠিক আগে তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয়। আসগর আলীর দাবি, কারাগারে থাকার সময়ই তাকে একটি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়। নতুন অভিযোগের ভিত্তিতে আরেকটি আদালত তার সাজা আরও বাড়িয়ে দেয়।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেন। আদালত তার আবেদন গ্রহণ করে অবশেষে মুক্তির নির্দেশ দেন।
আসগর আলী বলেন, ভারতীয় কারাগারে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সব মামলাই ছিল মিথ্যা। আগসর বলেন, সীমান্ত ভুল করে পার হওয়ার কারণেই এত বছর কারাবন্দি থাকতে হয়েছে।