সুদানে স্বর্ণখনি ধসে নিহত ১৩ শ্রমিক

দক্ষিণ সুদানে একটি স্বর্ণখনি ধসে ১৩ জন খনি শ্রমিক নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন। বুধবার রাষ্ট্রীয় খনি কোম্পানি এ তথ্য জানিয়েছে। খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সুদানের মিনারেল রিসোর্সেস কোম্পানি (এসএমআরসি) এক বিবৃতিতে জানায়, গত শুক্রবার দক্ষিণ কর্দোফান রাজ্যের উম্মে ফাকরুন খনির পরিত্যক্ত স্থানে ধসের ঘটনাটি ঘটে।

২০২৩ সালের এপ্রিল মাসে সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে বিদেশী মিত্রদের সহায়তার পাশাপাশি সুদানের স্বর্ণ শিল্প থেকেই মূলত উভয় পক্ষ তাদের যুদ্ধ ব্যয় নির্বাহ করে আসছে।

বিবৃতিতে বলা হয়, স্থানটি পরিত্যক্ত। এটি বন্ধ করে দেয়া হয়েছিল। তবে, কিছু শ্রমিক গোপনে সেখানে ঢুকে অবৈধভাবে কাজ করছিলেন।

সুদানের নাজুক অর্থনীতিকে এই যুদ্ধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশের বড় একটি অংশকে কর্মহীন করে ফেলেছে। ইতোমধ্যে এসএমআরসি ২০২৫ সালে ৭০ টন স্বর্ণ উৎপাদনের ঘোষণা দিয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।