ভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে গত শুক্রবার। এবার মহুয়াকে তার দিল্লি বাংলো ছাড়তে বলা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভারতীয় সংসদীয় আবাসন কমিটি তাকে বাংলো ছাড়ার জন্য এক চিঠি পাঠায়। এর আগে গত ৮ ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশের পর মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়।
এদিকে টাইমস অব ইন্ডিয়ান তৃণমূল কংগ্রেসের বরাত দিয়ে জানায়, দিল্লির বাংলো ছাড়ার জন্য এখনও কোনো চিঠি পাননি মহুয়া। ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকসভা থেকে বহিষ্কার হন মহুয়া। তবে বহিষ্কার হওয়ার দিনই মুখ খুলেন তৃণমূল কংগ্রেসের এই নেত্রী।
ভারতীয় গণমাধ্যমকে মহুয়া বলেন, লোকসভার এথিক্স কমিটিতে ‘এথিক্স’ বলে কিছু অবশিষ্ট নেই। তারা সব নিয়ম ভেঙে ফেলেছে। এমন একটা কারণে আমাকে বহিষ্কার করা হলো, যা লোকসভার সকল সদস্যের মধ্যে প্রচলিত একটি অভ্যাস। আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি বা কোনো উপহার নিয়েছি, তার কোনও প্রমাণ নেই।
তিনি আরও বলেন, মোদি সরকার যদি ভেবে থাকে, আমাকে এভাবে চুপ করিয়ে আদানি ইস্যু থেকে তারা মুক্তি পাবে, তবে ভুল ভাবছে। তিনি বলেন, এই ঘটনার শেষ দেখে ছাড়বে। আগামী ৩০ বছর লোকসভার ভিতরে এবং বাইরে লড়াই করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের এই নেত্রী।
এদিকে মহুয়ার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়া হয়নি। একজন মহিলাকে বিজেপি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যেভাবে হেনস্থা করলো, তাতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দল মহুয়ার পাশে ছিল, আছে। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি প্রমাণিত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বিজনেস টুডে।