চুক্তি জটিলতায় জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের কারণে চুক্তির বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। সম্মেলনের আলোচনা গড়িয়েছে বাড়তি সময়ে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সম্মেলনের পর্দা নামার কথা থাকলেও জীবাশ্ম জ্বালানি নিয়ে ঐকমত্যে পৌঁছতে আলোচনা এখনো চলছে। কপ২৮ প্রেসিডেন্ট প্রতিটি দেশ এবং গোষ্ঠীর সঙ্গে একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

জার্মানির জলবায়ুবিষয়ক দূত জেনিফার মর্গান বলেছেন, আলোচনাটি গুরুতর পর্যায়ে পৌঁছেছে। সোমবার (১১ ডিসেম্বর) যে খসড়া চুক্তিটি প্রকাশ করা হয়েছিল সেটি নিয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত বলতে গেলে সারা রাতই আলোচনা চলেছে।

এখন নতুন আরেকটি খসড়া চুক্তি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিবিসি। আলোচকরা এখনো নতুন চুক্তির অপেক্ষায় আছেন। অথচ এই সময়ের মধ্যে সম্মেলনের সমাপ্তি ঘোষণার কথা ছিল।

জীবাশ্ম জ্বালানির যুগ শেষ করতে এর আগেই দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ প্রধান। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়তে থাকলেও এখনও বিশ্বের জ্বালানির প্রায় ৮০ শতাংশই আসে জীবাশ্ম জ্বালানি থেকে।

কয়েকটি আফ্রিকান দেশ বলছে, জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত যে কোনও চুক্তির ক্ষেত্রে ধনী দেশগুলো যারা দীর্ঘদিন ধরে এই জ্বালানি উৎপাদন এবং ব্যবহার করে আসছে তাদেরকেই প্রথমে এটি বাদ দিতে হবে।

বরাবরের মতোই এবারও জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিরোধিতা করছে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলো। সূত্র : রয়টার্স।