ইউক্রেন যুদ্ধে ৩ লক্ষাধিক রুশ সেনা হতাহতের দাবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার ৩ লাখ ১৫ হাজার সেনা হতাহত হয়েছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণকারী ৩ লাখ ৬০ হাজার রুশ সেনার মধ্যে ৮৭ শতাংশই হতাহত হয়েছে।

এদিকে, ইউক্রেনের জন্য আরও ২০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, ইউক্রেনের জন্য প্রতিরক্ষা বিভাগ থেকে আরও ২০০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়ে স্বাক্ষর করেছি এবং এটি দ্রুতই পৌঁছে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। গতকাল হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন তিনি।