ভিয়েতনামের ওপর প্রভাব বিস্তার করতে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র ও চীন। ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশ দুটির মধ্যে নতুন করে ভূরাজনৈতিক প্রতিযোগিতা শুরুর আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিমা ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে দশকের পর দশক ভিয়েতনামের পাশে ছিল চীন। সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর বৈরিতা ভুলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে ভিয়েতনামের শাসকগোষ্ঠী।
এসব মাথায় নিয়ে সেপ্টেম্বরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সফর করেন দেশটি। এর তিন মাসের মাথায় সফরে যান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
মূলত অর্থনৈতিক সহযোগিতা বাড়িয়ে দেশটির সঙ্গে সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করছে বেইজিং। মূলত ভিয়েতনামে দিনদিন বাড়তে থাকা মার্কিন প্রভাবকে প্রশমিত করাই এর প্রধান লক্ষ্য।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের বলয়ে ভিয়েতনামের প্রবেশ ঠেকাতে হ্যানয়ের সঙ্গে সম্পর্ক জোরদারের কৌশল নিয়েও এগুচ্ছে বেইজিং।