‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুড়োদের ক্লাব’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার (১৭ ডিসেম্বর) কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে নিরাপত্তা পরিষদকে ‘বুড়োদের ক্লাব’ বলে বর্ণনা করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ৫টি দেশ নতুন করে কোনো দেশকে আর স্থায়ী সদস্যপদ দিতে চায় না। এর বড় একটি কারণ, তারা যে ক্ষমতার চর্চা করে, এতে তা নিয়ে প্রশ্ন উঠবে। নিরাপত্তা পরিষদে আগে থেকে ঠিক করা, এখানে কারা সদস্য থাকবে। এই সদস্যরা ক্ষমতার লাগাম ছাড়তে চায় না। তারা পুরো ক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়।

সূত্র : এনডিটিভি