তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, গাজায় চলমান গণহত্যার শিগগিরই অবসান ঘটবে।
তিনি বলেন, মুসলিম বিশ্বের ক্রমবর্ধমান শক্তি রাজনৈতিক এবং সামরিকভাবে গাজায় পশ্চিমা রাষ্ট্রগুলো দ্বারা সমর্থিত চলমান পরিস্থিতির অবসান ঘটাবে। এ সময় তিনি মুসলিম বিশ্ব এবং তুরস্কের মধ্যে বেড়ে চলা আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। এছাড়া সেপ্টেম্বরে আজারবাইজানের কারাবাখ পুনরুদ্ধারের কথাও উল্লেখ করেন।
গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিষয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে সোচ্চার সমালোচকদের একজন এরদোয়ান। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বলে উল্লেখ করেছেন এবং ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্র : তুর্কি নিউজ।