মাউস ফিভারে ভুগছে রুশ সেনারা

ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের মাঝে ‘মাউস ফিভার’ ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, মাউস ফিভারে আক্রান্ত হলে গুরুতর মাথাব্যথা, শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি বেড়ে যাওয়া, সারা গায়ে ফুসকুড়ি এবং লাল-লা ভাব, নিম্ন রক্তচাপ, চোখ দিয়ে রক্তপাত, বমি বমি ভাব এবং দিনে বেশ কয়েকবার বমি হওয়া।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগ দাবি করেছে, রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এই রোগটিকে গুরুত্ব দিচ্ছে না। এমনকি সে দেশের সেনারা যখন এই রোগের কথা জানিয়েছিল, তখন রাশিয়া গোটা বিষয়টিকে একটি অজুহাত বলেই ভাবে। তারা মনে করে, সেনারা যুদ্ধ করতে চাইছে না। তাই ‘মাউস ফিভার’ এর কথা বলে সেটি এড়াতে চাইছে। 

রোগটি এক ধরনের স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণ এবং ইঁদুরের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ইঁদুরের মলের মাধ্যমে ছড়ায় এটি। যেসব এলাকায় ইঁদুরের মল থাকে, সেখানকার বাতাসে ছড়িয়ে পড়ে এই রোগের জীবণু। শ্বাস নিলে মানুষের মধ্যে ঢুকে পড়ে এই রোগ।

সূত্র : হিন্দুস্তান টাইমস