ইউটিউবের সাবেক সিইওর সন্তানের মরদেহ উদ্ধার

বার্কলির ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে উদ্ধার করা হয়েছে ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকির সন্তান মার্কো ট্রোপারের মরদেহ।

১৯ বছরের ট্রোপার ছিলেন ক্যালিফোর্নিয়াভিত্তিক ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে’র ফ্রেশার। গত ১৫ ফেব্রুয়ারি ইউনিভার্সিটির ‘ক্লার্ক কার ক্যাম্পাস’ অংশে ডরমিটরিতে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে।

‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া পুলিশ ডিপার্টমেন্ট, বার্কলের দেওয়া বিবৃতি অনুযায়ী, ট্রোপারের নিথর দেহ খুঁজে পাওয়ার পরপরই ‘তাকে বাঁচানোর প্রচেষ্টা চালানো হচ্ছে’ বলে ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় ‘বার্কলে ফায়ার ডিপার্টমেন্ট’। পরে ট্রোপারকে মৃত ঘোষণা করে ফায়ার ডিপার্টমেন্ট।

তবে তার মৃত্যুর কারণ এখনো অজানা। সেখানে কোনো আলামত মেলেনি বলে জানিয়েছে ক্যাম্পাসের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র : এনবিসি, এলএ টাইমস।