তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে চীন সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি এবং সামরিক যোগাযোগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির ক্ষেত্রে এক-চীননীতি ও চীন-মার্কিন তিনটি যৌথ ইশতেহার মেনে চলার তাগিদ দেয় চীন। বিশেষ করে ১৯৮২ সালের ১৭ আগস্ট ঘোষিত ইশতেহারের দিকে ইঙ্গিত দিয়ে গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগ করেছে চীন। তাইপের কাছে এভাবে অস্ত্র বিক্রি বেইজিংয়ের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার স্বার্থকে ক্ষুণ্ণ করে। এ ছাড়া এতে চীন-মার্কিন সম্পর্কেও ফাটল ধরবে।
যুক্তরাষ্ট্র তাইওয়ানকে কাজে লাগিয়ে তাইওয়ান প্রণালির দুই পাশে উত্তেজনা সৃষ্টিতে মদদ দিচ্ছে বলেও দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ক্ষেত্রে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি এবং দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিষয়ক সব চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছে চীন।
তাইওয়ানের কাছে ৭৫ মিলিয়ন ডলারের সম্ভাব্য মার্কিন অস্ত্র বিক্রির আলোচনা সামনে আসার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দেয়। সূত্র : আনাদোলু এজেন্সি।