আফ্রিকার অস্থিতিশীল দেশ বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের বলে জানা গেছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় গ্রাম ইসাকানে এ ঘটনা ঘটে। এখনও কোন পক্ষ এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেনি।
সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গির্জায় প্রার্থনার জন্য একত্রিত হয়েছিলেন তারা। এ সময় বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলে ১২ জন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
বুরকিনা ফাসোর প্রায় অর্ধেক অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে। এর আগেও অস্ত্রধারীদের হাতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন । দেশটিতে প্রায় ২০ লাখেরও বেশি মানুষ এখনও বাস্তুচ্যুত।