প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনার জন্ম হয় মহাবিশ্বে। জানা-অজানা সেসবের কিছু কিছু ঘটনা জায়গা করে নেয় ইতিহাসের পাতায়। তেমনি কিছু ঐতিহাসিক ঘটনা নিয়ে এই প্রতিবেদন। আজ ২৭ ফেব্রুয়ারি। আসুন জেনে নিই বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল।
এক টুকরো কেক ৩০ হাজার ডলার: ১৯৯৮ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সদবির নিলামঘরে বিয়ের কেকের একটি পুরোনো টুকরা ২৯ হাজার ৯০০ ডলারে বিক্রি হয়। বিশ্বের বুকে সবচেয়ে দামি এক টুকরা কেক বলা হয় এটিকে। নিলামে বিক্রি হওয়া ৬০ বছরের বেশি পুরোনো কেকটি ১৯৩৭ সালে ব্রিটিশ রাজপরিবারের এক বিয়েতে বানানো হয়েছিল। রেকর্ড দামে বিক্রির পর ওই অর্থ দাতব্য কাজে ব্যয় করা হয়।
ডোমিনিকান রিপাবলিকে মুক্তিসংগ্রাম শুরু: ১৮৪৪ সালের আজকের দিনে ক্যারিবীয় অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। হাইতির কাছ থেকে স্বাধীনতা পেতে দেশটির অধিবাসীরা টানা ১২ বছর লড়াই করেছেন।
পুড়ে যায় জার্মান পার্লামেন্ট: ১৯৩৩ সালের আজকের দিনে ভয়াবহ আগুন লাগে জার্মানির পার্লামেন্ট ভবনে। মূলত হামলার জেরে এ আগুনের সূত্রপাত। নাৎসি নেতা হিটলার এ ঘটনার পেছনে সমাজতান্ত্রিক বিরোধীপক্ষকে দায়ী করেন। সেই সাথে পার্লামেন্টে অগ্নিকাণ্ডের ফলে ঐতরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের ক্ষমতা পাকাপোক্ত করেন হিটলার।
মিনা কিশওয়ার কামালের জন্মদিন: আফগানিস্তানের নারী অধিকারকর্মী মিনা কিশওয়ার কামাল। দেশটির নারীদের শিক্ষাসহ বিভিন্ন অধিকারের দাবিতে সরব তিনি। এ জন্য গড়েছেন সংগঠন। শরণার্থী নারী ও তাদের শিশুদের জন্য মিনার নেতৃত্বে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। আজ মিনার জন্মদিন। ১৯৫৬ সালের ২৭ ফেব্রুয়ারি আফগান এ নারীর জন্ম।