ইয়েমেনে হুথি হামলায় প্রাণহানি

ইয়েমেনের দক্ষিণে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে অন্তত দুইজন ক্রু নিহত হয়েছেন। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি বলেছে, বার্বাডোসের পতাকাবাহী 'ট্রু কনফিডেন্স' কার্গো জাহাজটিতে হামলা হয়েছে। হুথিদের হামলায় এই প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটল।

এ ব্যাপারে ইয়েমেনে নিযুক্ত ব্রিটিশ দূতাবাস বলেছেন, নাবিকদের মৃত্যুর ঘটনা দুঃখজনক তবে আন্তর্জাতিক জাহাজে হুথির হামলার জবাব দেওয়া হবে।

এক বিবৃতিতে হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, জাহাজটির ক্রুরা তাদের দেওয়া সতর্কতা অবজ্ঞা করেছে। তারা বলছে, গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের এসব হামলা।