ইসরায়েল ও মিত্রদেশের ৬ জাহাজে হুতি যোদ্ধাদের হামলা

ইয়েমেনভিত্তিক হুতি যোদ্ধাদের বাহিনী লোহিত সাগর ও ইডেন উপসাগরে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ছয়টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, লোহিত সাগর অতিক্রম করার সময় তাদের নৌ ও ক্ষেপণাস্ত্র বাহিনী লোহিত সাগর ও ইডেন উপসাগরে মারস্ক সারাতোগা, এপিএল ডেট্রোয়ট, হুয়াং পু ও প্রিটি লেডি নামের জাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় জাহাজ যুক্তরাষ্ট্রের এবং তৃতীয় ও চতুর্থ জাহাজ ব্রিটেনের।

তিনি আরো দাবি করেন, লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। আর ইসরাইলের ইলাত নগরীর বিভিন্ন টার্গেটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, গাজায় ইসরাইল যত দিন অবরোধ আরোপ করে রাখবে, তারা হামলা অব্যাহত রাখবে।

হুতিরা দাবি করছে, হুয়াং পু জাহাজটি ব্রিটিশ। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, এটি চীনা মালিকানাধীন জাহাজ।

আরব নিউজের খবরে বলা হয়, গত পাঁচ মাসে হুতিরা লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালী এবং ইডেন উপসাগরে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গত রোববার হুতি বিদ্রোহীরা জানায়, তারা রাশিয়া ও চীনকে বলেছে যে লোহিত সাগর বা অন্য কোনো স্থানে তাদের জাহাজে হামলা করা হবে না। তারা কেবল ইসরাইলের সাথে সম্পর্কিত ও ইসরাইলগামী জাহাজে হামলা চালাবে। সেইসাথে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জাহাজগুলোও তাদের টার্গেট হবে।