দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো বাংলাদেশি চাকরি প্রার্থীদের মৎস্য উৎপাদন ও নির্মাণ শিল্পে কাজের সুযোগ দিচ্ছে। এ দুই খাতে ১০ হাজার বাংলাদেশি কর্মী নেওয়া হবে বলে জানা গেছে।
অ্যাম্বাসেডর পার্ক ইয়ং-সিক মঙ্গলবার ঘোষণা দেয়, দক্ষিণ কোরিয়াতে নিয়োগ পেতে ইচ্ছুক কর্মীদের জন্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কোরিয়ান ভাষায় দক্ষতার ১১তম ইপিএস পরীক্ষার জন্য আবেদন গ্রহণ করা হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশি শ্রমিকরা দক্ষিণ কোরিয়ায় বিদ্যমান ম্যানুফ্যাকচারিং ও জাহাজ নির্মাণ শিল্পের পাশাপাশি মাছ ধরা ও নির্মাণ খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে।
চলতি বছর কোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজারে। দক্ষিণ কোরিয়া যেতে ইচ্ছুক এক বাংলাদেশি বলেন, প্রথমত কোরিয়ান ভাষায় দক্ষ হতে হবে। এরপর পরীক্ষা হবে। তাতে উত্তীর্ণ হতে পারলে পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা হবে। আরেকজন বলেন, আগে পরীক্ষায় ভালো নম্বর পেতে হয়। পরে রোস্টারভুক্ত হতে হয়। অপরজন বলেন, সেখানে যেতে পারলে মাসে বেতন হবে ১ লাখ ৮০ হাজার টাকা। সেটা পেলে পরিবার ভালো থাকবে।