কাজাখস্তানের সাবেক মন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কাজাখস্তানের সাবেক এক মন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি লোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আল জাজিরা জানিয়েছে, অভিযুক্ত মন্ত্রীর নাম কুয়ানদিক বিশিমবায়েভ। ৪৪ বছর বয়সী কুয়ানদিক কাজাখস্তানের অর্থমন্ত্রী ছিলেন। তিনি তার স্ত্রী সালতানাত নুকেনোভাকে গত বছরের নভেম্বরে আলমাতি শহরের একটি রেস্টুরেন্টের অভিজাত কক্ষে পিটিয়ে মেরে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, কুয়ানদিক তার স্ত্রীকে ঘুষি ও লাথি মারছেন। চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছেন অন্য একটি কক্ষে। সেই কক্ষে কী হয়েছে, তা জানা যায়নি। কারণ সেখানে সিসিটিভি ছিল না।

অন্য এক ফুটেজের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কুয়ানদিকের অমানুষিক প্রহারের এক পর্যায়ে সালতানাত নুকেনোভা টয়লেটের ভেতরে লুকানোর চেষ্টা করেন। কুয়ানদিক সেখান থেকে তাঁকে টেনে বের করে পেটাতে থাকেন এবং গলা টিপে ধরেন। তখন অচেতন হয়ে পড়েন সালতানাত নুকেনোভা। রক্তে ভিজে যায় ঘরের মেঝে। সূত্র: আল জাজিরা ও এনডিটিভি