রাইসির নিহতের ঘটনায় আমাদের হাত নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেন, এ দুর্ঘটনার কোনো কারণও জানা নেই।

সোমবার (২০ মে) তিনি সাংবাদিকদের আরও বলেছেন, হেলিকপ্টার দুর্ঘটনার অনেক কারণ থাকতে পারে। যেমন, যান্ত্রিক ত্রুটি, পাইলটের ভুল কিংবা আরও কিছু হতে পারে। ইরানের ঘটনায় আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর  সোমবার শোক পালন করেছে ওয়াশিংটন। একই সঙ্গে দেশটি বলছে রাইসির মৃত্যুতে তাৎক্ষণিক নিরাপত্তার কোনো প্রভাব পড়েনি।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ হেলিকপ্টার দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রতি ওয়াশিংটন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

রোববার (১৯ মে) রাইসি ও আমির আব্দুল্লাহিয়ানসহ সাতজনকে বহনকারী একটি হেলিকপ্টার ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি দুর্গম এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ইরানের সামরিক বাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স