জনতা দলের (জেডিইউ) প্রধান নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব দিয়েছিল ইন্ডিয়া জোট। তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
শনিবার (৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেছেন জেডিইউ নেতা কেসি ত্যাগী। তবে কংগ্রেস এ দাবির কথা অস্বীকার করেছে।
কেসি ত্যাগী বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল। নীতিশকে সেই ব্যক্তিরাই প্রস্তাব দিয়েছিল, যারা তাঁকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক হতে দেয়নি। আমরা জোরালোভাবে বিজেপির এনডিএ জোটের সঙ্গে আছি।
এদিকে কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল এমন দাবি অস্বীকার করে বলেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে ইন্ডিয়া জোট নীতীশের কাছে গেছে, এমন তথ্য আমাদের কাছে নেই। যিনি এমন দাবি করছেন, তিনিই শুধু জানেন।
গত মঙ্গলবার ভারতের ১৮হম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০টি আসনে জয় পেয়েছে। আর জোটগতভাবে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। অন্যদিকে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯টি আসন। আর জোরগতভাবে ইন্ডিয়া পেয়েছে ২৩২টি আসন।
এ ছাড়া বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ পেয়েছে ১২টি আসন এবং অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (পিডিপি) পেয়েছে ১৬টি আসন।
সরকার গঠনের জন্য এবারের নির্বাচনে ম্যাজিক ফিগার ২৭২টি আসন পায়নি বিজেপি। তাই সরকার গঠনের জন্য জোটের পথেই হাঁটতে হচ্ছে। এমন সময়ে খবর ছড়ায়, নীতিশ ও নাইডুর সঙ্গে যোগাযোগ করছে ইন্ডিয়া জোট। পরে জানা যায়, এই দুই নেতা এনডিএ জোটের সঙ্গেই থাকছেন। সূত্র: ইন্ডিয়া টুডে