দক্ষিণ চীনের বন্দর শহর ঝানজিয়াংয়ে নোঙর করেছে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ। এ যুদ্ধজাহাজগুলো প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ইউনিট ইন্টারঅ্যাকশন মেরিটাইম-২০২৪ যৌথ নৌ মহড়ায় অংশ নিবে বলে জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১৩ জুলাই) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ার প্রথম পর্যায়টি সোম থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে চীনা সাবমেরিনবিধ্বংসী কৌশলে বিশেষায়িত বিমানের পাশাপাশি বিমান ও সাবমেরিনবিধ্বংসী আক্রমণ অন্তর্ভুক্ত থাকবে।
নিয়মিতভাবে বেইজিং ও মস্কো এই যৌথ মহড়া পরিচালনা করে। গত বছরও আলাস্কার উপকূলে একই রকম একটি নৌ মহড়া আয়োজন করেছিল এই দুদেশ। সূত্র: এএফপি