কলকাতায় শুরু হয়েছে দুর্গাপূজা। পঞ্চমীর দিন রাস্তায় ভিড় ক্রমশ বাড়ছে। তার মধ্যেই আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল বের করলেন চিকিৎসকরা। বিরাট মিছিল। প্রতিবাদের মিছিল। সেই মিছিলে কিছুটা হলেও অবরুদ্ধ হলো রাস্তা। তবু সাধারণ মানুষ এই মিছিলের পাশে থাকলেন। অনেকেই পা মেলালেন এই মিছিলে। একটা সময় পুলিশ এই মিছিল আটকানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এগোতে শুরু করে চিকিৎসকদের এই মিছিল। এমনকি হুইল চেয়ারে এক বৃদ্ধাও এই মিছিলে শামিল হন। ঠাকুর দেখতে বেরিয়ে সাধারণ মানুষও স্লোগান তোলেন— ‘উই ওয়ান্ট জাস্টিস’।
এদিকে, পথচলতি বহু মানুষ এই মিছিলকে স্বাগত জানান। তারাও এদিন মিছিলে পথ হেঁটেছেন। চিকিৎসকরা বলেন, আমরা কারও অসুবিধা করতে চাই না। রাস্তায় যানজট করতে চাই না। আমরা পুলিশকে বলেছি, কোথাও কোনও জায়গায় ট্রাফিক আটকাবে না। এরপর পুলিশ আমাদের রাস্তা ছেড়ে দেয়।
এরআগে, মহালয়াতে মিছিল করেছিলেন চিকিৎসকরা। ফের পঞ্চমীতে মিছিল করলেন তারা। একেবারে প্রথমে যে ব্যানার ছিল তাতে লেখা— জুনিয়র ডাক্তারদের অনশন, পাশে আছে জনগণ। প্রচুর সাধারণ মানুষ এদিন মিছিলে ছিলেন। পূজার কলকাতায় একদিকে যাচ্ছেন ঠাকুর দেখতে বের হওয়া মানুষেরা। তাদের সমস্যা না করেও এই মিছিল ধর্মতলা পর্যন্ত যায়। সব মিলিয়ে এবার একেবারেই অন্যরকম উৎসব দেখছে কলকাতা।
মণ্ডপে ভিড় একেবারে নেই তেমনটা নয়। কিন্তু এই মিছিলেও হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন। প্রত্যেকের গলায় প্রতিবাদের সুর।