কেনিয়ার পর অস্ট্রেলিয়ায় আরেক সংকটে আদানি

ঘুষ ও প্রতারণার অভিযোগে আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কেনিয়ায় দুটি বড় চুক্তি বাতিল হয়েছে গৌতম আদানির। কেনিয়ার পর এবার নতুন করে অস্ট্রেলিয়ায় আরেক সংকটে পড়েছেন আদানি। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় বর্ণবাদের অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি কয়লা ইউনিটে বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে এক আদিবাসী গোষ্ঠী অভিযোগ করেছে। আর সেই অভিযোগ জমা পড়েছে অস্ট্রেলিয়ার হিউম্যান রাইটস কমিশনে।   

আদিবাসী গোষ্ঠীর বিবৃতিতে দাবি করা হয়, বর্ণবাদী আচরণ করছেন ব্র্যাভাস মাইনিং অ্যান্ড রিসোর্সেসের কর্মকর্তা-কর্মচারীরা। তারা আদানির কারমাইকেল কয়লা খনির এলাকায় আদিবাসীদের উৎসব করতে বাধা দেন। এমনকি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শারীরিকভাবে বাধা দেওয়া হয় এবং হেনস্তা করা হয়। 

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। একই দিন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এরপর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভাষণ দেন। এই ভাষণেই তিনি আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া দুটি চুক্তি বাতিলের ঘোষণা দেন।

জানা গেছে, একটি চুক্তির অর্থমূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এই চুক্তির আওতায় দেশটির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে করার কথা ছিল আদানি গ্রুপের। এছাড়া ৩০ বছর মেয়াদি ইজারার আওতায় বিমানবন্দরের যাত্রী টার্মিনাল উন্নত করার কথা ছিল। সূত্র: হিন্দুস্তান টাইমস