নাইজেরিয়ায় স্কুলে অগ্নিকাণ্ডে ১৭ শিশুর মৃত্যু

নাইজেরিয়ায় একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিশু নিহত হয়েছে। দগ্ধ ও আহত হয়েছে বেশ কয়েকটি শিশু শিক্ষার্থী। স্কুলটিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী ছিল। বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল তারা। খবর: বিবিসি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি ইসলামিক স্কুলে এই অগ্নিকাণ্ড হয়। এই ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য জামফারা প্রদেশের কাউরান নামোদা শহরে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে পাশের একটি বাড়িতে আগুন লাগে এবং স্কুলটিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ১০-১৬ বছর বয়সী শিশু শিক্ষার্থীরা ঘুমন্ত অবস্থায় ছিল। এ কারণে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর বলেছেন, বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মৃত শিশুদের দাফন করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ইয়াহায়া মাহি বিবিসি হাউসাকে বলেছেন, আগুন নেভাতে হিমশিম খেয়েছে কর্মীরা। তিনি বলেন, দমকলকর্মীরা সময়মতো উপস্থিত হলেও, বাড়ির দিকে যাওয়ার রাস্তাটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বাড়িতে পৌঁছাতে সমস্যা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে। আহতদের সুস্থ হতে সাহায্য করার চেষ্টা চলছে বলেও জানায় তাঁরা।