ইসরায়েল ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে আজ

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ৩৬৯ জন কারাবন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েলের সরকার। পক্ষান্তরে ৩ ইসরায়েলি জিম্মিকে আজ মুক্তি দেবে হামাস।

হামাসের আল কাসেম ব্রিগেড ও প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া (ফিলিস্তিনি বন্দিদের সহায়তাকারী সংস্থা) অফিস থেকে দেয়া পৃথক বিবৃতির বরাতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

মুক্তির অপেক্ষা থাকা ৩৬৯ জন কারাবন্দি ফিলিস্তিনির ৩৩৩ জনই গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করেছিল ইসরায়েলি বাহিনী। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত।

এই ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দির বিনিময়ে যে ৩ ইসরায়েলি জিম্মি মুক্তি পাচ্ছেন, তাদের নাম গতকালই ইসরায়েল সরকারের কাছে পাঠিয়েছে হামাস। ২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যে আড়াই শতাধিক মানুষকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে এসেছিল হামাস, তাদের মধ্যে তারাও ছিলেন।

আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এই মুক্তি প্রক্রিয়া ‘যথাযথ পদ্ধতিতে’ হবে, যা ফিলিস্তিনের ‘সংস্কৃতি এবং ইসলামের শিক্ষার’ প্রতিফলন ঘটাবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এ সময় ১২০০ জনকে হত্যা করে হামাস যোদ্ধারা, সেই সাথে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়ে ২৫১ জনকে। জবাবে জিম্মি উদ্ধারে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টানা ১৫ মাস ধরে চলা অভিযানে গাজায় ৪৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ১১ হাজারেরও বেশি। সূত্র : আনাদোলু এজেন্সি