রমজানের শুরুতে প্রকাশ্যে খাওয়া-দাওয়া ও খাবার বিক্রির অভিযোগে ২৫ মুসলিমকে গ্রেপ্তার করেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে ইসলামিক পুলিশ (হিসবা)।
হিসবার উপপ্রধান কমান্ডার মুজাহিদ আমিনুদীন জানান, ২০ জনকে রোজা না রাখার কারণে এবং ৫ জনকে খাবার বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান পুরো রমজান মাসজুড়েই চলবে। রমজানের প্রতি কোনো অবমাননা সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, আমরা অমুসলিমদের নিয়ে মাথা ঘামাই না। রমজানের মতো পবিত্র মাসে একজন প্রাপ্তবয়স্ক মুসলমান হয়ে প্রকাশ্যে রোজা ভাঙা ঠিক নয়। আমরা এসব বরদাশত করব না, তাই ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া অযথা বড় চুল রাখা, হাঁটুর ওপরে ছোট প্যান্ট পরা এবং নারী-পুরুষ মিশ্রিত যাত্রী বহন করার জন্য কিছু চালককেও গ্রেপ্তার করা হয়েছে।
গত বছর যারা রোজা না রাখার কারণে ধরা পড়েছিল, তাদের ক্ষমা করে দেওয়া হয়েছিল, তবে তাদেরকে রোজা রাখার প্রতিশ্রুতি দিতে হয়েছিল। কিছু ক্ষেত্রে, তাদের পরিবারের সদস্যদের ডেকে সতর্ক করা হয়েছিল যেন তারা নজরদারি রাখেন। কিন্তু এবার গ্রেপ্তারকৃতরা সে সুযোগ পাচ্ছেন না। তাদের আদালতের মুখোমুখি হতে হবে।
প্রায় ২০ বছর আগে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলের ১২টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে শরিয়া আইন চালু হয়, যা দেশটির সাধারণ আইনব্যবস্থার পাশাপাশি কার্যকর রয়েছে। তবে এটি ওইসব রাজ্যের খ্রিস্টান সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য নয়।