জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, নারীর অধিকার আক্রমণের মুখে এবং ‘আমাদের অবশ্যই পাল্টা লড়াই করতে হবে’ । যেহেতু অগ্রগতি বিপরীতমুখী তাই বিশ্ব এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারে না। খবর রয়টার্স’র।
শুক্রবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন জাতিসংঘের এক অনুষ্ঠানে গুতেরেস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নারীদের বিরুদ্ধে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বৈষম্য নতুন হুমকির মাধ্যমে আরও প্রকট হচ্ছে। ডিজিটাল টুলসগুলো প্রতিশ্রুতিতে ভরা থাকলেও প্রায়ই নারীদের কন্ঠ স্তব্ধ করছে, পক্ষপাত বাড়াচ্ছে আর হয়রানি উস্কে দিচ্ছে। নারীর শরীর যেন এখন রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে।’
গুতেরেস আরও বলেন, ‘অনলাইনে সহিংসতা ক্রমশ বাস্তব জীবনের সহিংসতায় রূপ নিচ্ছে। সমান অধিকারের ধারণাকে মূলধারায় আনার বদলে পুরুষতন্ত্র ও নারী বিদ্বেষকে স্বাভাবিকীকরণ করতে দেখছি।’
তিনি বিশ্বকে নারীর অধিকার রক্ষায় পাল্টা লড়াইয়ের আহ্বান জানিয়ে বলেন, ‘লিঙ্গ সমতা শুধু ন্যায্যতার প্রশ্ন নয়, এটি ক্ষমতার বিষয়-কে টেবিলে আসন পাবে আর কে পাবে না। যে ব্যবস্থা অসমতাকে আরো তীব্র করে তোলে এটি তা ভেঙে ফেলার বিষয়। এবং এটি সবার জন্য একটি উন্নত বিশ্ব নিশ্চিত করার বিষয়।’