মদ নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপ ইইউ ও যুক্তরাষ্ট্রের

ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর ওপর কড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এসব দেশের ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সংবাদমাধ্যম দ্য হিলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে ইউরোপ। এর জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প বলেন, অবিলম্বে এই শুল্ক প্রত্যাহার না করা হলে যুক্তরাষ্ট্র শিগগির ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা সব ধরনের অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ বর্ধিত শুল্ক কার্যকর করেছেন। এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ২৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের কমিশন এ তথ্য জানিয়েছে।