খবরসংযোগ ডেস্ক : জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিং-এ বৈঠক করেছেন। শুক্রবার (৪ নভেম্বর) এই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর জি-৭ ভুক্তদেশের কোনো নেতা হিসেবে ওলাফ স্কোলজ প্রথম চীন সফর করছেন।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বর্তমানে বিশ্বে অশান্তি বিরাজ করছে। শান্তি ফিরিয়ে আনতে দুই দেশের এক সঙ্গে কাজ করা উচিত। অপরদিকে রায়টার্সকে জার্মান দলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দেশের নেতা মুখোমুখি বৈঠক করেছেন। তাদের আলোচনায় স্থান পেয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিভিন্ন বিষয়। এ সফরের মধ্যে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জার্মান চ্যান্সেলর চীন সফরের আগে দেশটির বিরোধী রাজনৈতিক দলের নেতা নরবার্ট রোয়েটজেন গণমাধ্যমকে বলেন, চ্যান্সেলর ওলাফ স্কোলজ চীনের ক্ষেত্রে এমন নীতি অনুসরণ করছেন, যা অতীতে আমাদের কেউ করেননি। এটা দুঃখজনক। সূত্র : আল-জাজিরা।