ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গোলাগুলি

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণরেখায় আবারও ব্যাপক গোলাগুলি হয়েছে। রাজস্থান সীমান্ত থেকে শনিবার (৩ মে) পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্যকে আটকের দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করায় পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যকে আটক করা হয়েছে। তবে পাকিস্তান রেঞ্জার্সের ওই সদস্যদের পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে তাকে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে রাখা হয়েছে। 

তবে রেঞ্জার্স সদস্য আটক নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে দায়িত্ব পালন করার সময় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হন বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম।

ধারণা করা হচ্ছে, পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান রেঞ্জার্সের একজনকে আটক করেছে বিএসএফ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার পর পাকিস্তান সেনাবাহিনীর ঘাঁটি থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর ব্যাপক গুলি ছুড়েছে পাকিস্তানি বাহিনী।

এ নিয়ে টানা ১০ দিনের মতো পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পাল্টা গুলিবিনিময় হলো। উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় দেশ দুটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।