ভারত-পাকিস্তান সীমান্তে টানা ১১ রাত ধরে গোলাগুলি

কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর আবারও গোলাগুলিতে জড়িয়েছে ভারত-পাকিস্তানের সেনারা। রোববার (৪ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা ১১ রাত ধরে কাশ্মির সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো। 

সোমবার (৫ মে) একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলোতে গোলাগুলির ঘটনায় বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করলেও রোববার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। 

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মিরের পেহেলগামে হামলার পর থেকে টানা ১১ রাত ধরে পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর একতরফা গুলিবর্ষণ করছে। সর্বশেষ ৪ ও ৫ মে-র মধ্যবর্তী রাতে কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি ও আখনুর সেক্টরে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে।

এই গোলাগুলি এমন এক সময়ে হচ্ছে, যখন এপ্রিলের ২২ তারিখ পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপড়েন চরমে পৌঁছেছে। মূলত পেহেলগাম হামলার পরদিনই ভারত-পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। এরপর থেকেই শুরু হয় উত্তেজনা। যা নতুন কোন যুদ্ধে রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।  সূত্র: এনডিটিভি