যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রত্যাখ্যান ভারতের

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি ফের প্রত্যাখ্যান করেছে ভারত। তবে দুই দেশের পারস্পরিক শত্রুতা বন্ধে সহায়তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ইসলামাবাদ।

মঙ্গলবার (২০ মে) পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজের এক প্রতিবেদনে বলে হয়, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিতে আমেরিকার ভূমিকা ভারত প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, যুদ্ধ বন্ধ ছিলো কেবল ‘দ্বিপাক্ষিক’। 

এদিকে ইসলামাবাদ বারবার আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সীমান্ত পারস্পরিক শত্রুতা বন্ধে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছে।

সোমবার করাচিতে সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ট্রাম্প একজন শান্তিপ্রিয় মানুষ। আমি বিশ্বাস করি তার দল এই পরিস্থিতির সঙ্গে আন্তরিকভাবে জড়িত ছিলো এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো।

এর আগে, ওয়াশিংটনে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমরা একটি পারমাণবিক সংঘাত বন্ধ করেছি। আমার মনে হয় এটি একটি খুব খারাপ পারমাণবিক যুদ্ধ হতে পারত। লাখ লাখ মানুষ নিহত হতে পারত। তাই আমি এতে খুব গর্বিত।

তবে ভারত এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। সোমবার নয়াদিল্লিতে একটি সংসদীয় প্যানেলে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, যুদ্ধবিরতি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত। যার মধ্যে কোনো তৃতীয় পক্ষ জড়িত ছিলো না।

গত মাসের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম ঘটনার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে ভারতের হামলার পর উভয়পক্ষের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষ শুরু হয়।