লিভারপুলের বিজয় মিছিলে গাড়িচাপায় আহত অর্ধশত, আটক ১ 

লিভারপুল শহরের কেন্দ্রে সালাহ-অ্যালিসনদের প্রিমিয়ার লিগ জয় উদ্‌যাপনের সময় ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়ে। এতে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে চার শিশুও রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক। গাড়িটি ঘটনাস্থলে থেমে যায় এবং একজন পুরুষকে পুলিশ হেফাজতে নেয়। তবে তিনি চালক কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ধ্যা ৬টার কিছু পর আমরা ওয়াটার স্ট্রিটে একাধিক পথচারীর ওপর গাড়ি উঠার খবর পাই। গাড়িটি ঘটনাস্থলে থেমে যায় এবং এক ব্যক্তিকে আটক করা হয়। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো এখন ঘটনাস্থলে রয়েছে।’

ঘটনার পর লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘ওয়াটার স্ট্রিটের ঘটনাটি আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা মার্সিসাইড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। জরুরি সেবাদানকারীদের আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব।’

ঘটনাটি শহরের আনন্দঘন পরিবেশে এক আতঙ্কের ছায়া ফেলেছে। শিরোপা উদ্‌যাপনে পুরো শহর উৎসবমুখর থাকলেও এই দুর্ঘটনা মুহূর্তেই পরিবেশ বদলে দেয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, ‘লিভারপুলের দৃশ্য ভয়াবহ। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। পুলিশ ও জরুরি সেবা সংস্থার দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। তদন্তের স্বার্থে আমরা পুলিশকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দিতে অনুরোধ করছি।’