যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল, পর্যালোচনা করছে হামাস

গাজায় যুদ্ধবিরতির জন্য সবশেষ মার্কিন প্রস্তাবে স্বাক্ষর করেছে ইসরায়েল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার (২৯ মে) এ তথ্য জানিয়েছেন। তবে হামাস জানায়, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে, যদিও এতে তাদের মূল দাবিগুলো অন্তর্ভুক্ত নেই।

ক্যারোলিন লিভিটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল স্বাক্ষর করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশেষ দূত স্টিভ উইটকফ হামাসের কাছে প্রস্তাবটি জমা দেন।

তিনি বলেন, আমি নিশ্চিত করতে পারি যে আলোচনা অব্যাহত রয়েছে এবং আমরা আশা করি, গাজায় একটি যুদ্ধবিরতি হবে যাতে আমরা সব জিম্মিদের ফিরিয়ে আনতে পারি।

তবে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা গাজায় নতুন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করবে।

হামাসের ওই কর্মকর্তা বলেন, প্রস্তাবটি যুদ্ধ বন্ধসহ মূল দাবিগুলো পূরণ করেনি এবং যথাসময়ে তারা এ বিষয়ে সাড়া দেবেন।

প্রতিবেদন মতে, ইসরায়েলি সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জিম্মিদের পরিবারকে বলেছেন যে, তিনি উইটকফের পরিকল্পনা মেনে নিয়েছেন।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত ১৮ মার্চ ইসরায়েল গাজার ওপর ‘সম্পূর্ণ অবরোধ’ আরোপ এবং হামাসের বিরুদ্ধে পুনরায় সামরিক আক্রমণ শুরু করে।