মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি মিনিভ্যানের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষকও রয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছেন আরও ৩১ জন।
সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো দ্য স্টার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেয়ার পর আরো ২ জনের মৃত্যু হয়।
পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের বহনকারী বাস একটি মিনিভ্যানের সংঘর্ষে বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়। কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং ভেতরে আটকে পড়েন অনেকেই।
উদ্ধারকর্মীরা জানান, কয়েকজনকে বাসের ভেতর থেকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক ফেসবুক পোস্টে বলেন, আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি, এই ধরনের হৃদয়বিদারক ট্র্যাজেডি, যা প্রায়ই ঘটে। এ জন্য সবারই সতর্ক থাকা উচিত। কেউ গন্তব্যের পেছনে তাড়াহুড়ো করবেন না। আপনাদের জীবন অনেক মূল্যবান এবং অপরিবর্তনীয়।
উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি জাম্ব্রি আবদ কাদির একটি পৃথক ফেসবুক পোস্টে বলেছেন, তার মন্ত্রণালয় দুর্ঘটনায় জড়িতদের সকল প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।