থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত

ফোনকল ফাঁস হওয়ার ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। ফাঁস হওয়া এই অডিওতে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে তার কথোপকথনের বিষয় উঠে আসে।

মঙ্গলবার (১ জুলাই) থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের নয় সদস্যের বেঞ্চের মধ্যে সাতজন বিচারক প্রধানমন্ত্রী পেতংতার্নের বিরুদ্ধে নৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে।

রায়ের পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেতংতার্ন বলেন, আদালতের রায় আমি মেনে নিয়েছি। আমি সব সময় আমার দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।

এই আদেশের ফলে থাইল্যান্ডের রাজনীতিতে অস্থিরতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সাংবিধানিক আদালতে প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন পদচ্যুত হলে ২০২৪ সালের আগস্টে পেতংতার্ন সিনাওয়াত্রাকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করে থাইল্যান্ডের পার্লামেন্ট। থাইল্যান্ডে তিনিই হচ্ছেন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তখন তার বয়স ছিল ৩৭ বছর।