গাজায় মানবিক সহায়তা আনতে গিয়ে নিহত অন্তত ৭১

গাজায় তীব্র খাদ্যসংকটের মধ্যে ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও ক্ষুধা ও অপুষ্টিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বেশ কয়েকটি চিকিৎসা সূত্রের বরাতে বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, বুধবার সহায়তা নিতে উত্তর গাজার জিকিম ক্রসিংয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫১ জন নিহত ও আরও ৬৪৮ জনের বেশি আহত হয়েছেন।

দক্ষিণ গাজার খান ইউনুসের কাছে তথাকথিত মোরাগ করিডোর এলাকায় আরও ২০ জন সাহায্যপ্রার্থীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নাসের মেডিকেল কমপ্লেক্স।

চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত সাহায্য বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলায় এক হাজারেরও বেশি সাহায্যপ্রার্থী নিহত হয়েছেন। জিএইচএফ-এর সহায়তা কার্যক্রমে ব্যর্থতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে জাতিসংঘসহ একাধিক মানবাধিকার সংস্থা তাদের কঠোর সমালোচনা করেছে। এই হামলাগুলো এমন সময়ে ঘটছে যখন মানবিক সংস্থা ও স্বাস্থ্য কর্মকর্তারা বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে চরম খাদ্যসংকটের আশঙ্কা করছেন।

এছাড়া বুধবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এদের মধ্যে গাজা সিটিতে আলাদা দুটি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হন, যাদের একজন ফিলিস্তিনি ফটোসাংবাদিক ইব্রাহিম মাহমুদ হাজ্জাজ (৩৫)।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ১৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ হাজার ১৩৮ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ৪৬ হাজারের বেশি আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা