থাইল্যান্ডে ঘূর্ণিঝড় উইফায় ৬ জনের মৃত্যু

থাইল্যান্ডে ঘূর্ণিঝড় উইফার প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ছয়জনের মৃত্যু ও দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, গত মাস (২১ জুলাই) থেকে ভারি বর্ষণে দেশটির ১২টি প্রদেশ প্লাবিত হয়েছে, যেগুলোর বেশির ভাগই উত্তর ও মধ্যাঞ্চলে অবস্থিত। আমরা উইফা ঘূর্ণিঝড়ের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি।

তবে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবছর মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ঘোলাটে বন্যার পানি, বাড়ির সামনে বালুর বস্তার স্তূপ এবং প্লাস্টিকের নৌকা ব্যবহার করে পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাসিন্দাদের চলাফেরা করতে দেখা গেছে।

২০১১ সালে থাইল্যান্ডজুড়ে ভয়াবহ বন্যায় পাঁচ শতাধিক মানুষ নিহত ও দেশজুড়ে লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।