সুদানে অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে: ইউনিসেফ

সহায়তা তহবিল সংকোচনের কারণে সুদানজুড়ে অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি আশঙ্কা প্রকাশ করে জানায়, সুদানে শিশুদের একটি পুরো প্রজন্ম অপূরণীয় ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। 

দেশটিতে নিয়োজিত ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট বলেছেন, শিশুদের জন্য নিরাপদ পানি, খাবার ও স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হয়েছে। অপুষ্টির মাত্রা এত ভয়াবহ আকার ধারণ করেছে যে, শিশুদের দেহ অস্থিচর্মসারে পরিণত হয়েছে।

শিশুরা খাদ্যাভাবে মারা যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা এমন এক ক্ষতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যার ভুক্তভোগী হতে পারে শিশুদের পুরো একটি প্রজন্ম।’

জাতিসংঘ মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, সুদানের সহায়তার জন্য প্রয়োজনীয় ৪৬০ কোটি মার্কিন ডলার বৈশ্বিক সহায়তা পরিকল্পনার কেবল ২৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।

ইউনিসেফ বলেছে, চাহিদা ব্যাপক হলেও তহবিল সংকটের কারণে জীবনরক্ষাকারী সেবা থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে।

ইয়েট বলেছেন, বরাদ্দ ছাঁটাইয়ের চলমান অবস্থায় আমাদের খার্তুম এবং অন্যান্য এলাকার অংশীদাররা তাদের কাজের পরিধি সীমিত করতে বাধ্য হচ্ছেন। আমরা সুদানে নিজেদের সাধ্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য দাতাগোষ্ঠীর বৈদেশিক সহায়তা সংকোচনের সিদ্ধান্তে জাতিসংঘের একাধিক সংস্থা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ তহবিল সংকট পার করছে। সুদানের সেনাবাহিনী ও প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘাত দেশটিকে বিভক্ত করে দিয়েছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে বলে জুলাই মাসে সতর্ক করেছিল বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। খবর: রয়টার্স।