অবরুদ্ধ উত্তর আফ্রিকার দেশ সুদানের এল-ফাশের শহরে মাত্র এক সপ্তাহে অপুষ্টিতে ভুগে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা।
রোববার (১০ আগস্ট) এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা জানান, প্রাণহানির এই সংখ্যা কেবল তাদের যারা হাসপাতালে পৌঁছাতে পেরেছেন। বাস্তবে মৃতের সংখ্যা আরও বেশি। অনেকেই নিরাপত্তাহীনতা ও পরিবহন ব্যবস্থার অভাবে বাড়িতে চিকিৎসা ছাড়াই মারা গেছেন। পরিবারগুলো স্থানীয়ভাবে দাফন সম্পন্ন করেছে।
সুদানের এল-ফাশের শহরটি নর্থ দারফুর রাজ্যের রাজধানী, যা ২০২৩ সালের মে মাস থেকে আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) অবরোধ করে রেখেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে, যা পুরো দেশজুড়ে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, চলমান সংঘাতে এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (IRC) জানিয়েছে, এটি সুদানের ইতিহাসে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়।
এছাড়া, যুদ্ধের দুই পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, জাতিগত নিধন এবং নারীদের ওপর যৌন সহিংসতার অভিযোগ এনেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিশেষ করে আরএসএফের বিরুদ্ধে দারফুর অঞ্চলে পরিকল্পিত গণহত্যা ও ধর্ষণের মতো অপরাধের অভিযোগ রয়েছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই অবরোধ তুলে নেওয়া এবং মানবিক সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা দিতে আহ্বান জানালেও এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই।