আমরা যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করছি: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলাস্কা সম্মেলনের আগে ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করছি।’

শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

এক্সে দেয়া বিবৃতিতে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের প্রতিধ্বনি করে বলেন, আজকের বৈঠক ‘নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ’ এবং এ সম্মেলন ‘ন্যায়সঙ্গত শান্তির পথে বাস্তব অগ্রগতি’ ও ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ করে দেবে।  

তিনি জানান, রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেন পূর্বাঞ্চলে, বিশেষ করে ডনেৎস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলে, অতিরিক্ত সেনা পাঠাচ্ছে- যে দুটি এলাকা আজকের আলোচনায় প্রধান ইস্যু হয়ে উঠতে পারে।

বিবৃতির শেষে তিনি যুদ্ধের অবসান এবং রাশিয়াকে ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানান।

এদিকে শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি- ইউক্রেন যুদ্ধের অবসান বাস্তবায়নের চেষ্টা করছেন। নিজেকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে তুলে ধরা ট্রাম্প আশা করছেন, পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধবিরতির ক্ষেত্রে এমন এক অগ্রগতি আনতে পারবেন, যেখানে অন্যরা ব্যর্থ হয়েছেন।

তবে বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার তিনি স্বীকার করেন, বৈঠক সফল হওয়ার সম্ভাবনা তিনি মাত্র ২৫ শতাংশ দেখছেন। অর্থাৎ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকটি সফল হবে না, এমন ২৫ শতাংশ ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প।  

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে হবে এ বৈঠক। তবে দুই বিশ্বনেতার এই আলোচনা থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

সূত্র: বিবিসি নিউজ